বিএনপির ১০ ডিসেম্বর ঢাকা মহাসমাবেশ সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জামায়াত-বিএনপিপন্থী শিক্ষকদের গোপন তৎপরতায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্র জানায়, গত ১৯ নভেম্বর পাবিপ্রবি-সংলগ্ন রত্নদ্বীপ রিসোর্টে বিএনপির মিডিয়া সেল এক সুধী সমাবেশ আয়োজন করে সাংবাদিক পরিচয় দেয়া জাসাসের এক নেতা।
ওই সমাবেশে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ছাত্রদল নেতা, বর্তমানে জিয়া পরিষদের অন্যতম নেতা পাবিপ্রবি বাণিজ্য অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, বিএনপিপন্থি পাবিপ্রবি গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. হারুনার রশিদসহ ডজনখানে শিক্ষক-কর্মকর্তা।
এ বিষয়ে পাবিপ্রবি অফিসার সমিতির নেতা জহুরুল ইসলাম প্রিন্স তার ফেসবুক পেজে লিখেছেন জাতীয় নির্বাচন সামনে রেখে রাতের অন্ধকারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক কর্মকর্তা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার শপথ করেছেন তাদের কোন অপচেষ্টাই আমরা সফল হতে দেব না।
ইতিহাস বিভাগে চেয়ারম্যান ড. হাবিবুল্লাহ্ বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে তারা সরাসরি কোন সরকার বিরোধী কর্মকা-ে অংশ নেয়ার সুযোগ নেই, যদি করে থাকেন তাহলে এর তীব্র নিন্দা জানাই যে কোনো নাশকতামূলক কর্মকা- আমরা সমর্থন করি না। এ বিষয়ে উপ-উপাচার্য ড. এস এম মোস্তফা কামাল জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটি নিয়ে কাজ করছেন।